কক্সবাজারে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে নবগঠিত র্যাব-১৫।
২০ অক্টোবর রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী টেকনাফের ঘোনারপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র মোঃ মেহেদী হাসান (২১)।
র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বাস টার্মিনাল এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে টেকনাফের ঘোনারপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র মোঃ মেহেদী হাসান (২১)কে আটক করে।
এইসময় আসামীর কাছ থেকে ৯ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪৭ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
সুত্র- কক্সবাজার পোষ্ট