অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের টি-টোয়েন্টি এবং টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। কোনো দলেই নেই সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দলে সুযোগ দেওয়া হয়েছে বেশ কজন নতুন মুখকে। এদের একজন প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে উসমান কাদির।
বাবার পথ অনুসরণ করে ছেলেও করেন লেগ স্পিন। ঘরোয়া টুর্নামেন্টে ২৩ টি-টোয়েন্টিতে ২১ উইকেট তার।
১৯ বছরের তরুণ ডানহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ মুসা খানকে টি-টোয়েন্টি ও টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ২৪ বছরের মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহ।
নভেম্বরের ৩ তারিখ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ নভেম্বর থেকে।
পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দল
টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ।
টেস্ট দল : আজাহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবার আজম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, ইফতিখার আহমেদ, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।