ডেস্ক রিপোর্ট ::
বগুড়ার কাহালু উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ২ হাজার ৪’শ পিস ইয়াবাসহ শাহীনুর ওরফে জিতুকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। সে ইয়াবাগুলো মোটরসাইকেলের ছিটের নিচে বিশেষ কায়দায় রেখেছিল। বগুড়া শহরের বাদুরতলা ইদ্রিস খান লেনের এলাকার ফজলুর রহমানের ছেলে। শনিবার রাতে কাহালু উপজেলার পোড়াপাড়া ষ্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রবিবার কাহালু থানায় মামলা দায়ের হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের সদস্যরা বগুড়া-সান্তাহার সড়কের পোড়াপাড়া স্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় জিতু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওযার মুখে মোটরসাইকেল যোগে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিতুর পুরাতন লাল রংয়ের রেজি: বিহীন মোটরসাইকেলের ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা কালো কসটেপ দ্বারা মোড়ানো ১২টি ছোট নীল রংয়ের এয়ার টাইট প্লাষ্টিকের প্যাকেটে ২’শ পিচ করে মোট ২ হাজার ৪০০ পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবিবার কাহালু থানায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিতুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।