উখিয়ার পালংখালী বিজিবি’র সদস্যরা গতকাল বুধবার ভোর রাত ৪টার দিকে পালংখালী উত্তর রহমতের বিল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকার মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ রাহমতের বিল গ্রামের কলিমুল্লাহ প্রকাশ কলির ছেলে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম জানান, আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে াদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে উখিয়া থানা পুলিশের নিকট সোর্পদ্দ করা হয়েছে। তিনি জানান, আটক জামাল উদ্দিন সিন্ডিকেটে অপর সদস্য একই গ্রামের কলিমুল্লাহর ছেলে কামাল উদ্দিন (২৯), জসিম উদ্দিন (২০) সহ আমিন মিস্ত্রির ছেলে মোঃ হারুন মিয়া(২১) ও মৃত হোসেন আলীর ছেলে জানে আলম (৩০) কে মামলায় আসামী করা হয়েছে।
##