দীর্ঘ ভোগান্তির পর আবারও কোনরকম ড্রেজিং ছাড়া পাহাড়ের মাটি দিয়ে ভালুকিয়া বিজিবি ক্যাম্প সড়কের কাজ আবার শুরু করল শাহ নেওয়াজ কনট্রাক্টর।
কনট্রাক্টরের খাদেম বাবুল জানান উপজেলা প্রশাসন ও এলজিইডি অবগত আছেন,পাহাড়ি মাটি নাকি শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা যায়না,রাস্তার কাজ সহ বাকি সবকাজে পাহাড়ের মাটি ব্যবহার করা যায়।