প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
#করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে প্রায় প্রতিদিনই দায়িত্বের খাতিরে আপনাদের সচেতন করার চেষ্টা করেছি।
#আপনারা যথেষ্ট সহযোগিতাও করেছেন। তথাপি আপদকালীন এই সময়টাতে করোনা পজিটিভ কিছু রোগী আমরা পেয়েছি।
#তবে অনুরোধ থাকবে, করোনা পজিটিভ রোগীর সাথে সবাই স্বাভাবিক আচরণ করবেন। সহনশীল মনোভাব দেখাবেন। তাদের প্রতি সদয় হবেন।
#তাদের এই দুঃসময়ে আপনার আমার ভাল আচরন ব্যবহার, তাদের মনোবল বাড়িয়ে দেবে। আবারো সুস্থ সুন্দর করোনামুক্ত জীবন নিয়ে তারা আপনার আমার মত স্বাভাবিক হয়ে উঠবে।
#মনে রাখবেন, করোনা আক্রান্ত এইসব লোকজন আপনার আমার কারো না কারো অতি আপনজন। তাদের এই বিপদে সহযোগিতা ও ভালবাসার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সামাজিক দায়িত্বও বটে।
#আশাকরি, সবাই সরকার ঘোষিত লকডাউন নীতি মেনে চলবেন।
#সুস্থ সুন্দর করোনামুক্ত জীবন ও দেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রের নিয়ম ও বিধি নিষেধ মেনে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
#পবিত্র রমজান,ঈদ ও ঈদের কেনাকাটা নিয়ে সবাই উদবিঘ্ন ও অস্থির হবেন না।
#আগে বেঁচে থাকুন। পরে কেনাকাটা ও ঈদ আনন্দ উদযাপন করুন। নিজেকে নিজে সংযত করুন। চাহিদা কমিয়ে ফেলুন।
#শপিং কেনাকাটা ইত্যাদি নিয়ে নিজেকে ব্যস্ত না রেখে নিজ পরিবারের সাথে আনন্দে মাতুন।ভালো সময় কাটান।
#ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন।
#করোনা বিস্তাররোধে আপনাদের সহযোগিতা আমাদের দায়িত্ব পালন সহজ ও স্বাভাবিক করেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
#আশাকরি সামনের দিনগুলোতে আমরা আপনাদের সাথে নিয়েই করোনা কাল পার করবো, ইনশাআল্লাহ।
#সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। নিজ এলাকা উখিয়া ও দেশকে করোনামুক্ত রাখুন।
অনুরোধেঃ
মর্জিনা আকতার মর্জু
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।