কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় একের পর এক ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটলেও প্রসাশনের ঘুম ভাঙ্গঁছে না। দিনের বেলায় ভারী যানবাহন চলাচল না করার দাবী স্থানীয় জনগন তুললেও প্রশাসন তার তোয়াক্কা করছেনা। শুত্রুবার ভোর সাড়ে ৪ দিকে উপজেলার কোটবাজার ইসলামী ব্যাংকের ঠিক পশ্চিমে আরকান সড়কে দুর্ঘটনার কবলে একটি ট্রাক! ভাগ্যিস গাড়ির নিচে কেউ আটকা পড়েনি বা হতা-হতের ঘটনা ঘটেনি!
কোন দূর্ঘটনা ঘটলে প্রশাসন তৎপর হয়,বলছেন স্থানীয় জনগন