ক্রীড়া ডেস্ক ::
সানসিরোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য হতাশার রাত ছিল। একবার বারে লেগে বল ফিরে গেল। আরেকবার জালে বল পাঠালেও রেফারি ডিসঅ্যালাউ করে দেন। ইন্টারমিলান কঠিন প্রতিপক্ষ। জুভেন্টাসকে অবশ্য জয়ের জন্য গুরুত্বপূর্ণ গোল দুটি আর্জেন্টিনার পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েন এনে দিয়েছেন। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।
রোনালদো এই মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে ১০ ম্যাচে ৯ গোল করেছেন। ৭০০ গোলের মাইলফলক থেকে আর ২টি গোলের দূরত্বে তিনি। কাল তিনি গোল পেলেন না। অনেকটা হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যাচে চতুর্থ মিনিটে দিবালা গোল করেন। পেনাল্টি থেকে ইন্টারমিলানের হয়ে স্কোর করেন লাওতারো মার্টিনেজ। ৮০ মিনিটে হিগুয়েন জয়সূচক গোলটি করেন।
ইতালির লিগ সিরিএ তে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ইন্টারমিলান।