বিগত কয়েক সপ্তাহ ধরে বাগদাদির ওপর নজরদারি করা হচ্ছিল। শনিবারের অভিযানের আগেও তাকে হত্যার জন্য ২-৩টি অভিযানের পরিকল্পনা করা হয়। তবে সেগুলো পরিচালিত হয়নি। অবশেষে শনিবার রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই অভিযান চালানো হয়।
ট্রাম্প তার ঘোষণায় বলেছেন, বাগদাদি কুকুরের মতো মরেছেন, কাপুরুষের মতো মরেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন অভিযানে কোণঠাসা হয়ে আত্মঘাতী বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। এসময় তার সঙ্গে তার তিন সন্তানও নিহত হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, অভিযান চলাকালে প্রাণ বাঁচাতে একটি সুরঙ্গে প্রবেশ করেন বাগদাদি। এসময় তিনি তার নিজের তিন সন্তানকে নিয়ে সঙ্গে নিয়ে গেছিলেন। মৃত্যুর আগ দিয়ে চিৎকার ও আর্তনাদ করছিলেন বাগদাদি। কিন্তু সুরঙ্গটির অপর প্রান্ত বন্ধ থাকায় সেখানেই আটকে পরেন তারা। পুরো সুরঙ্গটিতে তিনি ও তার সন্তানরা ছাড়া আর কেউ ছিল না এসময়। মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষিত কুকুরের দল তাকে তাড়া করতে থাকে সুরঙ্গের মধ্যে। এমন অবস্থায় নিজেকে উড়িয়ে দেন বাগদাদি।
ট্রাম্প জানিয়েছেন, বাগদাদি মৃত্যুর পূর্বে চিৎকার করে কাঁদছিলেন। ঘটনাস্থল থেকে মার্কিন সেনারা আরো ১১ শিশুকে উদ্ধার করেছে। তারা সম্পূর্ন সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। ঘটনায় সেনাবাহিনীর একটি কুকুর আহত হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেছেন, বাগদাদি ছিলেন একজন অসুস্থ মানসিকতা ও দুশ্চরিত্র ব্যাক্তি। তিনি যেমন সহিংস মানুষ ছিলেন, তার মৃত্যুও হয়েছে তেমন নির্মম। অভিযান সফল হওয়ায় মার্কিন গোয়েন্দাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। হামলায় বাগদাদি সহ তার বহু সহযোগীও নিহত হয়েছেন বলে জানান তিনি।