উখিয়ার আব্দুর রহিমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের অভিযান জরুরি!
সে উখিয়া ঘিলাতলি মহুরিপাড়ার ব্ল্যাক মোঃ মাতুর পুত্র। নামে-বেনামে গড়ে তুলেছে একাধিক ব্যাংক একাউন্ট। তুলেছে একাধিক দালানকোঠা।
* উখিয়া বাজার ঘিলাতলিতে ৫ তলা প্লেট বাসা।
* উখিয়া মহুরিপাড়াতে ১ কোটি টাকায় জায়গা ও ভবন নির্মাণ।
* কুতুপালং ক্যাম্প বাজারে দালান নির্মাণ।
* পালং গার্ডেনের পাশে কোটি টাকায় জায়গা ও ভবন নির্মাণ।
* নিজ জন্মস্থান কুড়িঘর এখন বহুতল ভবন।
* ঘিলাতলিতে কোটি টাকায় জায়গা।
* চট্টগ্রামে কোটি টাকায় প্লেট বাসা।
রয়েছে আরো সম্পদ। অনুসন্ধান চলছে, বিস্তারিত ধারাবাহিকে,,,,,,,,,,,
লেখাটি লেখকের ফেইসবুক আইডি থেকে নেওয়া