আবদুল্লাহ আল আজিজ
মাদক পাচার প্রতিরোধে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
তথ্য সূত্রে দেখা যায়, মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে প্রতিনিয়ত মাদক বিরোধী চলমান অভিযান পরিচালনা করে লাখ লাখ ইয়াবা উদ্ধার এবং কারবারীদের আটক করতে সক্ষম হচ্ছে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮লক্ষ পিস ইয়াবাসহ মোঃ জামাল হোসেন নামের এক রোহিঙ্গাকে আটক করেছেন নবগঠিত র্যাব-১৫।
২৭ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে ইনানী সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পায় র্যাব। পরে ইনানী সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রলার করে বস্তাভর্তি ইয়াবা আনলোড করার সময় তাকে আটক করা হয়। পরে বস্তা থেকে ৮লক্ষ ইয়াবা পাওয়া যায়।
এটি এ বছরে সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা।