টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন রোমান (২৩) নামে এক কলেজ ছাত্র। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
রোমান ভূঞাপুর পৌর শহরের বামনহাটা মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, রাতের কোনও এক সময় গলায় ধারালো একটি ছুরি চালিয়ে ওই কলেজ ছাত্র আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় গোঙানির শব্দ শুনে তার বাবা-মা দরজা ভেঙে রুমে প্রবেশ করেন। রক্তাক্ত অবস্থা দেখে তাকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় বাড়ি থেকে তার লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে রোমান লিখেছে, ‘শয়তান আমাকে বাঁচতে দিল না’।
পুলিশের ধারণা এটি আত্মহত্যা। এছাড়াও রোমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।