রাজধানী ঢাকার দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চারটি নাশকতা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানায় তিনটি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয়। দুই বছর কারাবাসের শেষের এক বছর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুক্তি পেয়ে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন অসুস্থ খালেদা জিয়া। করোনা পরিস্থিতির কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টাইন মেনে চলছেন।
৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।