সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অস্বস্তিতে পড়েছে তার পরিবার । পরিবারের তরফে বলা হচ্ছে, শিপ্রার ছবি এভাবে প্রকাশ করায় তাদের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এ জন্য তারা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শিপ্রার ছোট ভাই শুভজিৎ কুমার দেবনাথ বলেন, মানসিকভাবে আমরা একটু দুর্বল হয়ে পড়েছি। দুশ্চিন্তায় আছি। সম্প্রতি বিভিন্ন সময়ে শিপ্রার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে কে বা কারা প্রকাশ করছে। এতে বড় বোন শিপ্রা ও পরিবারের সবাই আমরা মানসিকভাবে আরো ভেঙে পড়েছি।
আমাদের চারপাশে অদৃশ্য এক সামাজিক বাধা সৃষ্টি হয়েছে। অনিরাপদ বোধ করছি। তিনি বলেন, আমরা আইসিটি আইনে মামলা হয়তোবা করবো। কয়েকদিনের মধ্যে মামলা করবো। তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এ বিষয়ে সিনহা হত্যা মামলা তদন্তের দায়িত্বে থাকা র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ মানবজমিনকে বলেন, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রার কিছু ব্যক্তিগত ছবি এসেছে। এসব ছবি সংক্রান্ত বিষয়টি তদন্ত কর্মকর্তার নজরে এসেছে ইতিমধ্যে। সার্বিক বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অগ্রগতি হলেই পুরো বিষয় গণমাধ্যমকে জানানো হবে।