ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারাত হোসেন গাজী।
ওসি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধারে কাজে অংশ নিতে পুলিশ ঘটনাস্থলে গেছে।