অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চায় তদন্তকারী সংস্থা র্যাব। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারার আদালত । এর আগে এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব ।
সিনহা হত্যার ঘটনার দিন তারা এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন। এই নিয়ে এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। যাদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।র্যাবে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, ঘটনার সময় চেকপোস্টে দায়িত্বপালন করা এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে হত্যাকাণ্ডে তারা সম্পৃক্ত। সব পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৩১শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ।
এ ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ সাত জন পুলিশ সদস্য প্রথমে আদালতে আত্মসমর্পণ করেন। পরে পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াসকে গ্রেপ্তার করে র্যাব।