সম্মানীত সুধী,
আচ্ছালামু আসলাইকুম
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা আয়ুবকে ভালবেসে তার চিকিৎসার জন্য প্রথম দিন (বুধবার) সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের নাম এবং সাহায্যের পরিমান নিন্মে প্রকাশ করা হলো
১। সোলতান মাহমুদ চৌধুরী- ২৫০০০/-
২। মোহন কুমার দাশ- ১২০০০/-
৩। শফিউল আলম- ১০০০০/-
৪। রাসেল চৌধুরী-১০০০০/-
৫। বাবুল-১০০০০/-
৫। কামরুন্নেছা বেবী-৫০০০/-
৬। বিকাশ বড়ুয়া- ৫০০০/-
৭। আমিনুল হক- ৫০০০/-
৮। রানা বড়ুয়া- ৫০০০/-
৯। হেমলাল বড়ুয়া- ৫০০০/-
১০। নুরুল আবছার-৩০০০/-
১১। এস.এম আনোয়ার- ২০০০/-
১২। শহিদুল্লাহ- ২০০০/-
১৩। আবুল কাসেম (হেল্প)- ২০০০/-
১৪। নুরুল আলম- ২০০০/-
১৫। আরিফ হাসান মাহমুদ- ১০০০/-
আজ ১ দিনে সর্বমোট কালেকশন – ১,০২০০০/- (এক লক্ষ দুই হাজার টাকা)
সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আপনি চাইলেও সহযোগিতা করতে পারেন,বাঁচাতে পারেন।
সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি….
একটু সাহায্যে বাঁচতে পারে একটি জীবন।
#সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে আয়ুবকে সুস্থ করে মা-হারা তিন নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে!
সাহায্য পাটাতে পারেন এই ঠিকানায়~
আপনাদের সহযোগিতার প্রত্যাশায় আমরা…
সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উখিয়া উপজেলা পরিষদ। মোবাইলঃ ০১৮৪৯২৬০১৪৬,
শফিউল আলম, ব্যাংক কর্মকর্তা, ব্যাংক এশিয়া, কক্সবাজার শাখা, মোবাইলঃ ০১৮১২৩৬৩০৬৮,
জামাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা, ব্যাংক এশিয়া, মাতারবাড়ি শাখা, মোবাইলঃ ০১৮১৮৮০০০৯২