বুধবার সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এক বছর ধরে স্ত্রী কাজে যাওয়ার পরই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তেন মুসলিম। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয় দেখাতেন তিনি। পরে ঘটনা জানতে পেরে মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যান মা। এরপর থেকেই মা-মেয়েকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন মুসলিম। কোনো উপায় না পেয়ে স্থানীয়দের সহায়তায় তার বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার মেয়েটি।
বন্দর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার মেয়েটি মামলা করার পরপরই আমরা অভিযুক্ত মুসলিমকে গ্রেফতার করেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।