উখিয়া সংবাদ ডেস্ক ::
কক্সবাজার জেলার বর্ষীয়ান সাংবাদিক তোফায়েল আহমদ। বর্তমানে কক্সবাজারের স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ’র উপদেষ্টা সম্পাদক। পাশাপাশি জাতীয় দৈনিক কালের কণ্ঠেও দীর্ঘদিন থেকে কক্সবাজার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠ তোফায়েল আহমদকে কক্সবাজার থেকে বিশেষ প্রতিনিধি, পদে পদোন্নতি দিয়েছে। জেলা পর্যায়ে সাংবাদিকতা করে জাতীয় পর্যায় মানের অবস্থানে পৌঁছা বিরল। জেলার জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তোফায়েল আহমদের পদোন্নতিতে তাই উচ্ছ্বসিত জেলার সাংবাদিক মহল। এমন পদোন্নতি জেলায় বিকাশমান সাংবাদিকতাকে বিকশিত করতে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্য হয়ে থাকবে দৃষ্টান্ত। তাঁরা সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহিত হবেন।
গতকাল ৭ অক্টোবর জেলায় কর্মরত সাংবাদিকরা তোফায়েল আহমদকে অভিনন্দিত করেছেন। সন্ধ্যায় দৈনিক আজকের দেশবিদেশ কার্যালয়ে তোফায়েল আহমদকে অভিনন্দন জানাতে এসে এক স্থানে জড়ো হয়েছিলেন জেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিক। দীর্ঘদিন পর বিপুল সংখ্যক সাংবাদিক এক স্থানে জড়ো হওয়ায় দেশবিদেশ কার্যালয় পরিণত হয় সাংবাদিকদের মিলন মেলায়। তারা সাংবাদিক তোফায়েল আহমদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
গতকাল তোফায়েল আহমদকে অভিনন্দন জানাতে আসেন প্রবীণ সাংবাদিক বদিউল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, পাবলিক প্রসিকিউটার এডভোকেট ফরিদুল আলম, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি শামসুল হক শারেক, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, দৈনিক রূপসীগ্রামের সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলম, দৈনিক বাঁকখালীর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক প্রথম আলো’র কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুছ রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিভি’র জেলা সংবাদদাতা জাহেদ সরওয়ার, দৈনিক হিমছড়ির সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, বাংলা ভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফি, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক রাসেল চৌধুরী,দৈনিক আমাদের কক্সবাজার’র ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাঈদ আলমগীর, দৈনিক আজকের কক্সবাজার এর ব্যবস্থাপনা সম্পাদক হাসান মেহেদী রহমান, দৈনিক সাগরদেশ সম্পাদক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, দৈনিক কক্সবাজার ’৭১ এর প্রকাশ বেলাল উদ্দিন বেলাল, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ও কক্সবাজার ৭১ বার্তা প্রধান ইকবাল বাহার চৌধুরী, কক্স-বাংলার সম্পাদক চঞ্চল চৌধুরী প্রমুখ।