টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফের নাফ নদী সীমান্ত হতে ৯ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। রোববার ভোররাতে সাবরাং বিওপি ফাঁড়ী এলাকা বরাবর নাফ নদী থেকে একটি কাঠের নৌকাসহ ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি ফাঁড়ীর একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় ৪-৫ জন পাচারকারী একটি কাঠের নৌকা যোগে ইয়াবার চালানটি নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি সদস্যরা আটকের চেষ্টা চালায়। একপর্যায়ে নৌকায় থাকা পাচারকারীরা নৌকাটি ফেলে কেওড়া বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সদস্যরা তখন নৌকায় তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা ভর্তী ইয়াবা গুলো উদ্ধার করে গননার পর ৩ লাখ ৩০ হাজার ইয়াবা পায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।