শুক্রবার তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ১০টার সময় আলমগীর মোল্লা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলো। পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, গাজীপুরের কালিয়াকৈরের মুমিনুল নামের এক ব্যক্তির অর্থায়নে সে এসব ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় আনে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।