এই প্রথম সাকিববিহীন পূর্ণাঙ্গ সফরে ভারত গেল বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
সাকিব না থাকায় টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক দলের দ্যা পিলারখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদকে করা হয়েছে।
আর টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মমিনুল হকের কাঁধে পড়েছে টেস্টের অধিনায়কত্ব।
সবকিছু ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন টাইগাররা।
ইতিমধ্যে সম্ভাব্য একাদশ জানা গেছে আর সেখানে নেই অলরাউন্ডার হার্ডহিটার সাব্বির রহমান!
অথচ টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান সাব্বিরই।
পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ৬ ম্যাচ খেলে ২৩৬ রান জমা করেছেন সাব্বির। বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রানের ইনিংসটিও তারই দখলে।
আর এবারের ভারত সফরে সেই সাব্বির রহমানই নেই বাংলাদেশ দলে।
জানা গেছে, অনেকদিন ধরে ব্যাট জ্বলে উঠছে না এই হার্ডহিটারের। ফর্মহীনতায় ভুগছেন। সঙ্গত কারণেই ভারত সফরে একাদশে ঠাঁই হয়নি তার।
যদিও দেশের বেশ কয়েকজন ক্রীড়াবিশ্লেষক মত দিয়েছেন, টি-টোয়েন্টি ভারতের বিপক্ষে সাব্বিরের রেকর্ড যখন সবার চাইতে ভালো, তাকে স্কোয়াডে রাখলে খারাপ হতো না। হতে পারে এ সফর দিয়ে আবার নিজের ফর্মে ফিরতেন সাব্বির।
যেমনটা সুযোগ পেয়েছেন পেসার আল-আমিন। দীর্ঘ ৪ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে ম্যাচ খেলা হয়নি তার। সবশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৬ সালে। তবে ভারত সফরে সুযোগ পেয়েছেন তিনি।
কারণ টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে রুবেল হোসেনের পাশাপাশি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন আল আমিন।
এ পর্যন্ত আট ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন আল আমিন। তার বেস্ট বোলিং ফিগার ৩/৩৭
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/ মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।