ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বর্তমান শুরু হওয়া শুদ্ধি অভিযান থেকে আমরা কতটা সুফল পাবো তা নির্দিষ্ট করে এখনই বলা কঠিন। রাঘব-বোয়ালরা এখনও ধরা পড়েনি বা চিহ্নিত হয়নি।
তিনি বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় অপারেশন ক্লিন হার্ট নামে এ ধরনের অভিযান হয়েছিলো। এতে কোন সমস্যার সমাধান হয়নি। বঙ্গবন্ধুর সময়ও এ ধরনের অভিযান শুরু হয়ে মাঝপথে থেমে গিয়েছিলো। এ সরকার আবার অভিযান শুরু করেছে। কিন্তু সমাজ কাঠামো না বদলালে এই অভিযান দিয়ে খুব একটা কিছু হবে না।
অধ্যপক আনোয়ার বলেন, রাজনীতি যেখানে দুর্বৃত্তায়িত হয়ে গেছে, সেখানে ছোট-খাটো দু’একটি অভিযান দিয়ে রাজনীতিকে পরিশুদ্ধ করা যাবে না। আমি এই অভিযানটিকে বলেছি অপারেশন ক্লিন পলিটিক্স।
পলিটিক্স কতটুকু ক্লিন হবে তা কিন্তু অনেকটা নির্ভর করবে শীর্ষ নেতৃত্বের ওপর। প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন এর জন্য উনাকে অভিনন্দন কিন্তু আমরা চাইবো তিনি যেন চূড়ান্ত পর্ব পর্যন্ত যাওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। আমরা শেখ হাসিনার ওপরে আস্থা রাখতে চাই। দেখতে চাই যে, রাজনীতিটাকে তিনি পরিশুদ্ধ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তার্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক আরও বলেন, আগামিতে আওয়ামী লীগের কাউন্সিল আসন্ন। সেটাকে সামনে রেখে এই অভিযান চালানো হচ্ছে এটি একটি সুলক্ষণ। অন্তত: বির্তকিত, প্রশ্নবিদ্ধ কেউ যেন আওয়ামী লীগের কোন সংস্থায় বা সংগঠনে স্থান না পায়। তাহলে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারবো কতটুকু দল পরিশুদ্ধ হলো বা হলো না ।