রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসারত ছিলেন প্রফেসর মোস্তাক আহমদ।
তিনি কক্সবাজার সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য।
শিক্ষাবিদ-বুদ্ধিজীবী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বহু গ্রন্থ প্রণেতা মোস্তাক আহমদের মৃত্যুতে সর্বমহলে শোক বিরাজ করছে। শোক জানিয়েছে উখিয়া সংবাদ পরিবার।