গায়িকা শ্বেতা পণ্ডিতও অনু মালিকের নোংরা হাতের ছোঁয়া থেকে পার পাননি। এমনই অভিযোগ খোদ গায়িকার।
বলিউডে #MeToo আন্দোলন শুরু হওয়ার পর খানিকটা মনে শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কারণ, কোনও দিনই বলিউডের তাবড় মিউজিক কম্পোজার অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি তিনি।
কয়েকদিন আগেই অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছেন গায়িকা নেহা ভাসিন। এর পর শ্বেতার প্রসঙ্গে টেনে এনে ফের একবার অনু মালিককে এক হাত নিয়েছেন নেহা। তার পরিপ্রেক্ষিতে শ্বেতা ট্যুইট করে লিখেছেন, ‘২০১৯-এও আমরা নিগৃহীতাকে প্রশ্ন করি। দুই দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে গায়িকা হওয়া সত্ত্বেও এত নোংরা মানসিকতার লোক দেখতে হয়। তারা কোনও কথা বলে না। হেরো সব। ২০০১ সালে যখন আমার সঙ্গে হয়েছিল তখন আমি কী বলতাম? একজন স্কুলের ছাত্রী কী বলবে? ধন্যবাদ #MeToo।’
নেহা জানিয়েছেন, ‘শ্বেতা ১৫ বছরের ছিল যখন তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিল অনু মালিক। লজ্জা হওয়া উচিত। নিগৃহীতাকে নয়, পারভার্টগুলোকে প্রশ্ন করা শিখুন।’