নিষেধাজ্ঞায় ছিলেন না সাকিব আল হাসান, ছুটিতে তামিম ইকবাল। দেশের ক্রিকেটের অস্থিরতা স্পষ্ট। রবিবার দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ৩ বল হাতে রেখে ভারতকে ৭ উইকেটে হারালো মাহমুদউল্লাহর দল।
এর আগে টি-টোয়েন্টিতে ৮ বারের দেখায় ভারতের কাছে প্রত্যেকবার হেরেছিল বাংলাদেশ। ২০১৬ সালের বিশ্বকাপের সুপার টেনে ও গত বছর নিদাহাস ট্রফির ফাইনালে জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় তারা। এবার মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে প্রথমবার কুড়ি ওভারের ক্রিকেটে ভারত বধ করে ইতিহাস গড়লো বাংলাদেশ, তাও আবার ভারতের মাটিতেই।
ক্রিকেট পাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটকে উৎসাহ তার চেয়ে কোন দেশের রাষ্ট্রপ্রধান দিতে পারেন না। বাংলাদেশের প্রতিটা বড় জয়ে নিজ থেকে ফোন দিয়ে ক্রিকেটারদের উৎসাহ দেন। আজকেও এর ব্যাতিক্রম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডর সভাপতি নাজমুল হাসান পাপন আজকের ম্যাচ দেখতে ভারতে রয়েছেন। তাকে ফোন দিয়ে সকল ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, আজকে অনেকগুলো প্রগ্রাম ছিল। সেগুলো শেষ করে ক্রিকেট দেখতে বসেছি। এক নাগাড়ে তো খেলা দেখা সম্ভব হয় না। তারপরও ক্রিকেটের আপডেট নিচ্ছিলাম। বাংলাদেশ দারুণ বল করেছে। পরবর্তীতে মুশফিকের ব্যাটিং দেখলাম। নতুনরাও দায়িত্ব নিতে শিখেছে। বাংলাদেশ যেকোন মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। এটাই বাংলাদেশ!’