বিনোদন সংবাদ ::
মুসলিম হওয়ার কোনও দরকার নেই৷ নিজের ধর্ম পাল্টে ফেলাই উচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহানের৷ দুর্গাপুজোয় অংশ নিয়ে অঞ্জলি দেওয়ায় বেশ ক্ষুব্ধ মুসলিম ধর্মগুরুরা৷ এভাবেই নিজেদের ক্ষোভপ্রকাশ করলেন তাঁরা৷
তাঁদের দাবি ভিন ধর্মের উৎসবে অংশ নিলেও, তাতে সক্রিয় ভাবে যোগদানের কোনও প্রয়োজন ছিল কি? তাহলে বাংলার এই অভিনেত্রী তথা সাংসদ নিজের ধর্ম পরিবর্তন করে নিলেই পারেন৷
তিনি বলেন, ইসলাম এই ধরণের কাজকে সমর্থন করে না৷ আল্লা ছাড়া অন্য কারোর উপাসনা করা ইসলামের চোখে হারাম৷ তাঁর দাবি কোনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ অন্য ধর্মের হয়ে উপাসনা করতে পারেন না৷ সেটা করতে হলে তাঁকে ধর্মান্তরিত হতে হবে৷