চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালীতে তাজমান হাসপাতালের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।
উক্ত পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা-জনাব নুরুল হক মেম্বার, উপদেষ্টা-জনাব এডভোকেট সাইফুল্লাহ খালেদ, উপদেষ্টা-জনাব ডাঃ জসিম উদ্দিন, চেয়ারম্যান- জনাব ডাঃ আ.মো.মুজাহীদ (রায়হান), ভাইস চেয়ারম্যান- জনাব ডাঃ এম এ ফয়সাল (ফাহিম) ,ম্যানেজিং ডিরেক্টর-জনাব মো:মুফিজুল আলম, এডমিন-জনাব মো: এমরানুল হক এমরান,ফিন্যান্স-জনাব হাকিমুল মোরশেদ,একাউন্ট হোল্ডার -জনাব মাও: মনজুর আহমদ,জনাব ডাঃ মাহাবুবুর রহমান, জনাব কবির আহমদ (সও:), মার্কেটিং ডিরেক্টর-জনাব এম এ মোনাফ (টেকনাফি), জনাব এস এম জি মুফিজ উদ্দিন, জনাব মাও:আজিজুর রহমানকে নিয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠিত হয়।
উক্ত কমিটি আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবার মাধ্যমে তাজমান হাসপাতালকে কক্সবাজারের অন্যতম সেরা হাসপাতালে রুপান্তর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।