উখিয়া ভাবনাঃ উখিয়া বাজারে কাপড় তুলে হাটতে হয়।
বর্ষায় পানি যাওয়ার ড্রেনে বর্জ্য। বাজারে আসা লোকদের ভোগান্তি চরমে।
গেল দশকের লাখ টাকার বাজার ইজারা হয় এখন ১ কোটি টাকায়।
উন্নয়ন হয়েছে অবকাঠামোর।তবে প্রতিযোগিতা দিয়ে গোপন সিন্ডকেটে যারা চড়া মূল্যে বাজার ইজারা নেয় তাদের অধিকাংশের মন মানষিকতা কাবুলী প্রশিক্ষিত। ফলে সাকেঁর করাত উভয় দিকে যেমন কাটে।
জনস্বার্থে বিষয়টা ইজারা কতৃপক্ষ নয় বাজার কতৃপক্ষ তথা সরকারের প্রতিনিধিদের ভাবতে হবে বলে আলোচনা চলছে সচেতন মহলে।
লিখাটি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদারের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া