আটক মকুল হোসেন (৩৫) ও তার স্ত্রী চামেলি খাতুন (৩২) জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় একতা পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা-মেট্রো-ব-৬২৩৯) তল্লাশি চালিয়ে ৭৭টি ফেনসিডিলসহ মকবুল হোসেন ও তার স্ত্রী চামেলি খাতুনকে আটক করা হয়। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের নামে থানায় মামলা হয়েছে।