বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনেকে প্রধান অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হয়ে সভা বর্জন করেছেন। আজ বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদে শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার জন্য জেলা কমিটির নির্দেশে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের কর্মী সভা করা হচ্ছে। সেই হিসেবে বুধবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটোরিয়ামে আওয়ামী লীগের কর্মী সভা আহ্বান করা হয়।
সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মকবুল হোসেনকে উদ্বোধক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুকে প্রধান অতিথি করা হয়। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মকবুল হোসেনকে প্রধান অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হন।
এ নিয়ে কর্মী সভার শুরুতেই উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. মকবুল বলেন, ‘সংগঠনের নিয়ম অনুযায়ী এই কর্মী সভায় আমাকে প্রধান অতিথি করার নিয়ম। কিন্তু তা না করে জেলা সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করা হয়েছে।’ আর এ কারণেই তিনি ক্ষিপ্ত হয়ে সভা বর্জন করে সেখান থেকে চলে যান।
বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘জেলা নেতাকর্মীদের পরামর্শক্রমে তাকে সম্মানিত হিসেবেই উদ্বোধক করা হয়েছিল।’
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তার সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা, মুঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য আবদুল করিম, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক এমদাদ প্রমুখ।