অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তান। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ক্রিকেটপ্রেমী এক নবদম্পতি।
৫ নভেম্বর ক্যানাবেরায় পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নবদম্পতি বিয়ের আসরেই খেলা দেখতে মগ্ন হয়ে পড়েন। বর হাসান তাসলিম বিয়ের সময় খেলা দেখার একটি ছবি আইসিসিকে পাঠিয়েছেন। আর সেই ছবি আবার আইসিসি শেয়ারও করেছে; যা যথারীতি ভাইরাল।
নবদম্পতির বিয়ের দিন আশির্বাদ করতে হাজির ছিলেন শুভানুধ্যায়ীরা। কিন্তু তার সেসবের মধ্যেও বাইশ গজের জাদুর প্রভাব কাটিয়ে উঠতে পারেননি। ছবিতে সেটাই স্পষ্ট ফুটে উঠেছে।
প্রসঙ্গত, তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে সফরকারী দল পাকিস্তান। আগামী শুক্রবার সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচটি পার্থে অনুষ্ঠিত হবে। এরপর ব্রিসবেন ও অ্যাডিলেডে দুটি টেস্ট ম্যাচ খেলবে দুদল।