পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে জল কামান, রাবার বুলেট, টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি গুলিও ছুড়তে থাকে পুলিশ।
এর আগে এখানে রেলকর্মীরা অসহযোগদের ঘোষণা দিলে তাদের সমাবেশেও গুলি ছুঁড়েছিল পুলিশ। গত ৬ই ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন থামাতে নানা রকম ভয়ভীতি প্রদর্শন ও অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। তবে এরপরেও প্রতিদিন আন্দোলন বড় হচ্ছে। গত ১লা ফেব্রুয়ারি অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। আন্দোলনকারীরা সেনাবাহিনীর এই অভ্যুত্থান প্রত্যাখ্যান করেছে এবং আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে।