প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একটি কটেজ থেকে বাদশা ওরফে বাচ্চু মিয়া নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমান
মৃত বাদশা ঢাকার ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে কাজ করতেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।