উখিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। এসময় অারো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিমূল এহসান, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অাবদুল্লাহ মোঃ শাহীন, সহ-সভাপতি অধ্যক্ষ মিলন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম সহ ক্রীড়া সংস্থার সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে
আগামী ১৫ নভেম্বর ফুটবল টিম জমা দেয়ার শেষ সময় অার ২৫ নভেম্বর ব্যাডমিন্টন টিম জমা দেয়ার শেষ সময়। পরে জমা দেয়া টিম থেকে টেকনিক্যাল কমিটির বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত টিম নির্ধারন করা হবে।