কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে চলছে নৈরাজ্য। পৌর শহরের প্রধান সড়কের ৬ কিলোমিটারে চলছে ১০ হাজারের বেশি ইজিবাইক। যার মধ্যে আড়াই হাজার ইজিবাইক লাইসেন্স পৌরসভা দিলেও সম্প্রতি আরও ৫০০ লাইসেন্স দেয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অপ্রীতিকর ঘটনা।
৩৩ বর্গকিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভায় চলছে ১০ হাজারের বেশি ইজিবাইক। শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত ৬ কিলোমিটার দেখলেই মনে হবে এটাই বুঝি ইজিবাইকের নগরী।
অথচ পৌরসভা থেকে আগে লাইসেন্স দেয়া ছিল মাত্র আড়াই হাজার ইজিবাইক। সম্প্রতি দেয়া হয়েছে আরও ৫ শতাধিক। ইজিবাইক চালকদের দাবি, ইজিবাইকের লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। আর অবৈধ বা লাইসেন্সবিহীন ইজিবাইক চলতে দেয়া হবে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
শহরবাসীর ধারণা, নগরীতে ইজিবাইক দুর্ভোগের অন্যতম কারণ। এখনই তা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির জানালেন, ৩ হাজারের বেশি ইজিবাইক কোনোভাবেই চলতে দেয়া হবে না।
বুধবার ইজিবাইক আটককে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ের সামনে মারধরের ঘটনা ঘটে। যেখানে প্যানেল মেয়রসহ আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে।