রাজকোটে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেছে টাইগাররা। ২৯ রান করে লিটন দাসের ফেরায় এই জুটির পতন হয় অষ্টম ওভারের দ্বিতীয় বলে। দুইবার জীবন পেয়েও লিটন সুযোগ কাজে লাগাতে পারেননি।
৩০ রানে ব্যাট করতে নামা নাঈমের সঙ্গে জুটি বেঁধেছেন সৌম্য সরকার।
ষষ্ঠ ওভারে প্রথমবার বল হাতে নিয়েই ভারতীয় দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। তার করা তৃতীয় বলে স্টাম্পিং হন লিটন দাস। কিন্তু রিপ্লেতে দেখা যায় উইকেটরক্ষক রিশভ পন্ত স্টাম্প অতিক্রম করার আগেই বল ধরেছেন। ফলে জীবন পান লিটন। নো বলে বাড়তি একটি রানও পেয়ে যায় বাংলাদেশ।
পরের ওভারে ফের জীবন পান লিটন। ওয়াশিংটন সুন্দরের করা সপ্তম ওভারের তৃতীয় বলে ওপরে তুলে মেরেছিলেন লিটন। তিনজন ফিল্ডার দাঁড়িয়েছিলেন।
রোহিত শর্মা মুঠো থেকে ফেলে দেন ক্যাচ।
চাহারের করা পরের ওভারে আউট লিটন। এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন পন্ত। অহেতুক রানের জন্য ছুটেছিলেন লিটন। পন্ত এগিয়ে গিয়ে সরাসরি থ্রুতে স্টাম্প ভেঙে দেন।
উড়ন্ত শুরু টাইগারদের
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাইমের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ করেছে ৪১ রান। যার ২৬ রান এসেছে বাঁ-হাতি নাইমের ব্যাট থেকে। ১৫ রান এসেছে ডানহাতি লিটনের ব্যাট থেকে।
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্রথম ম্যাচের একাদশই ধরে রেখেছে বাংলাদেশ দল। ভারতও কোনো পরিবর্তন আনেনি একাদশে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।
আজই কি সিরিজ জয়
ভারতের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে আর কিছুক্ষণ পরই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে নেয় সফরকারী বাংলাদেশ দল। এ ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
পরিসংখ্যান বলছে ভারতের মাটিতে এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিততে পেরেছে মাত্র দুটি দল। ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।
এরপর কোহলিদের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নেয় প্রোটিয়ারা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর ভারতকে তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারানো তৃতীয় দল হবে বাংলাদেশ?