পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জমিরউদ্দিন মুন্সিরকান্দি গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সর্দার সোবাহান (৩৫) ও সবুজ লাইবসহ (৩০) অন্যরা পালিয়ে গেলেও এসময় আটক করা হয় ৬ জনকে।
সেসময় তাদের কাছ থেকে ৫টি রাম দা, একটি লোহার পাইপ, ২টি ধারালো চাকু, একটি টর্চ লাইট, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।