রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। কিন্তু বেড়া দিয়েও রোহিঙ্গাদের দমিয়ে রাখা যাচ্ছে না। তারা কাঁটাতারের বেড়া কেটে বেরিয়ে পড়ছে লোকালয়ে ।
বিশেষ করে উপজেলার কুতুপালং,থাইনখালী,বালুখালী এলাকার রাস্তার আশেপাশের কাঁটাতারের বেড়াগুলোই বেশি কাটছে রোহিঙ্গারা। এতে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে অপরাধমূলক কর্মকাণ্ড সহ আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ড বাড়ছে। কাঁটাতারের বেড়া কেটে রোহিঙ্গারা প্রতিনিয়ত বাইরে বের হলেও রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গাদের কেটে ফেলা কাঁটাতারের বেড়া পুননির্মাণসহ যেসব রোহিঙ্গারা কাঁটাতারের বেড়া কেটেছে সেসব রোহিঙ্গাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার কারনে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। এতে তারা পয়েন্টে পয়েন্টে কাটাতারের বেড়া কেটে বেরিয়ে পড়ছে লোকালয়ে।কোটি টাকা বের কাঁটাতারের বেড়া করছে রোহিঙ্গারা