নড়াইলের জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মোহাম্মদ হিরো (৩৮) নামে এক চটপটি বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ, যিনি তার ব্যবসায়ের আড়ালে মাদক কারবারি করতেন। গত রবিবার সন্ধ্যায় ৭০ পিস ইয়াবাসহ আটক হন তিনি।
আটকের সময় ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় হিরোর কাছ থেকে। আটককৃতের বাড়ি নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামে। তার বাবার নাম সৈয়দ ওলিয়ার রহমান।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, চটপটি বিক্রির আড়ালে আদালত পাড়ায় ইয়াবা বেচাকেনা করতেন মোহাম্মদ হিরো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এসব কারবারির বিষয়ে সঠিক তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।