ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৪ নম্বর হুঁশিয়ারী সংকেত জারী করা হয়েছে। সিপিপির সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্চ্ছ।
করণীয় বিষয়সমূহ:
১। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুযায়ী সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠান
২। ঘূর্ণঝড় সংকেত প্রচারণার জন্য একটি পতাকা উত্তোলন
৩। মাইক, মেগাফোনে সতর্কতা বিজ্ঞপ্তি যথাসম্ভব বোধগম্য ভাষায় জনগণের মাঝে প্রচার করা
৪। আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খোলা রাখার ব্যবস্থা করা। গমনাগমনে কোন সমস্যা থাকলে জরুরী ভিত্তিতে স্থানীয় প্রশাসন/জন প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা।
৫। নিয়মিত রেডিও টেলিভিষণ এবং সিপিপির ওয়্যারলেস বার্তার মাধ্যমে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে অবহিত থাকুন।
৬। নিয়মিত ১০৯০ তে ডায়াল করে আপডেট থাকুন।
৭। স্বেচ্ছাসেবক কিংবা সাড়াপ্রদান কর্মীগণ উপযুক্ত ব্যক্তিগত নিরাপত্তা পোষাক/গিয়ার (ভেস্ট, রেইনকোট, লাইফ জ্যাকেট, হেলমেট, গামবুট
ইত্যাদি) পরিধান করে টর্চসহ মাঠে নামবেন।
সিপিপির সকল স্বেচ্ছাসেবকগণ আসন্ন দুর্যোগে বিপদাপন্ন মানুষের সেবায় অতীতের মত ঝাপিয়ে পড়বেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
CPP
উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর ফেইসবুক আইডি থেকে নেওয়া