বিনোদন ডেস্ক ::
মেদহীন শরীরে জমকালো বেলি ডান্স। কদিন আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের এই বেলি ডান্স ভাইরাল হয়েছিল মুহূর্তেই। এবার সাদা বিকিনিতে উষ্ণতা ছড়ালেন তিনি। সম্প্রতি বিকিনি পরিহিত ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তিনি। সুইমিংপুলে সাদা বিকিনির ছবি পোস্ট হতেই প্রশংসায় ভাসতে থাকেন তিনি। অল্প সময়েই ৭ লাখ লাইক পার করে গেছে অভিনেত্রীর এই হট ছবি। সাদা বিকিনির ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘বিকিনির প্রশংসায় পোস্ট’। অভিনেত্রীর প্রশংসায় কমেন্টও তেমনই আসতে থাকে।