রাজধানীর বাসাবোতে এলাকায় রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেওয়া চক্রের সদস্যদের ধরতে একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালাচ্ছে র্যাব। আজ সোমবার সন্ধ্যায় এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকায় একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালাচ্ছে র্যাব ২।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযানটি এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।