গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে কক্সবাজারগামী ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকায়ি রাখা ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন নামের এক যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা।
১৪ নভেম্বর দুপুর ২টার দিকে রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপির রেজুখাল সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে দায়িত্বরত বিজিবি সদস্যরা।
৩৪ বিজিবির উপ-পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম জানান, আটক মোঃ হেলাল উদ্দিন (২৩) টেকনাফের হ্নীলা ইউপির নাগমারাপাড়ার মোঃ নুরুল ইসলামের ছেলে।
তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) ও একটি ইজিবাইকও জব্দ করা হয় (অানুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা)। সর্বমোট ১৩ লাখ ১০ হাজার টাকার মালামালসহ আটকৃত আসামীকে রামু থানায় সাপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।