জিহাদি বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের একজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
বুধবার রাতে চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মো. ইসমাইল (৩৩)।
এর মধ্যে সাঈদ কক্সবাজার জেলার টেকনাফের ডোমকূলী গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং ইসমাইল টেকনাফের নয়াপাড়া এলাকার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে পটিয়ার শান্তিহাট এলাকার মহাসড়ক থেকে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি উসকানিমূলক লিফলেট ও ছয়টি জিহাদি বই উদ্ধার করা হয়। তারা শহর থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছিল। সেখানে যুবক ও সাধারণ মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে এসব লিফলেট ও জিহাদি বই নিয়ে যাচ্ছিল।
তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন বলেন, আটক জেএমবির দুই সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করা হয়েছে এবং জেলহাজতে পাঠানো হয়েছে।