আসামিরা হলেন- যশোর সদরের শেখহাটি জামরুল তলার আরিফা আক্তার ওরফে পপি বেগম, তার স্বামী হালিম মোল্লা।
বুধবার দুপুরে যশোরের এসপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এডিশনাল এসপি তৌহিদুল ইসলাম।
তিনি আরো জানান, ভারতের নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে আসা এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তৃতীয় আসামি ভারতের ব্যাঙ্গালুরুর সীমা সাহা।