টেকনাফ উপজেলার জাদিমুরা এলাকা থেকে ৯,৮০০ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে গোপন সুত্রে খবর পেয়ে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে রোহিঙ্গা শরনার্থী মোঃ রফিককে আটক করে। র্যাবের টিম উদ্ধারকৃত ৯৮০০ পিচ ইয়াবা সহ আটক মোঃ রফিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষকে তাকে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বস্থ সুত্র জানা গেছে।