দেশজুড়ে এখন আলোচনার বিষয় পেঁয়াজ। কেজিপ্রতি ২৫০ ছাড়িয়ে যাওয়া দামের পেঁয়াজের বিকল্প খুঁজছেন অনেকে। তাদের জন্য একটি উপায় হাজির করেছেন এক ঝালমুড়িওয়ালা।
রাজধানীর ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে জাফর মিয়া নামে এই ঝালমুড়ি বিক্রেতাকে দেখা গেছে পেঁয়াজের বদেলে পেঁপে ব্যবহার করতে।
একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক নাসিম উদ্দিন শনিবার তার ফেইসবুকে এ ঘটনার ছবি ও তথ্য প্রকাশ করেন।
তিনি ওই ঝালমুড়ি বিক্রেতার কাছে পেঁপে কাটার কারণ জানতে চান। জবাবে জাফর মিয়া বলেন, ‘মামা পেঁয়াজের দাম ২৩০ টাকা কেজি ৷এতে আমাগো পোষায় না। তাই পেঁপে দিচ্ছি’।
জাফর মিয়া ওই সাংবাদিককে আরো বলেন, ‘কয়েক দিন আগেও যখন পেঁয়াজ এক শ টাকা কেজি ছিল তখনো ঝালমুড়িতে পেঁয়াজ দিছি। এহন আর পারি না। ’