উখিয়ার লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।২ বিজিবি সদস্য আহত হয়েছে। রোববার ১৭ নভেম্বর ভোর ৩ ঘটিকার সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা দেশীয় তৈরী একটি এলজি অস্ত্র ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুমরু বিওপি(৩৪ বিজিবি নাঃ মোঃমিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যে একটি টহল দল রাত্রী কালীন টহল ডিউটিতে তুমরু বিওপি হইতে আনুমানিক ০২ কিঃ মিঃ পশ্চিমে চেয়ারম্যান এর নতুন ব্রীজ এলাকায় অবস্থান করেন।ভোরে সীমান্তে টহল দিতে গেলে ১০-১২ জনের একদল লোক দেখতে পায় বিজিবি সদস্যরা। এসময় তাদেরকে থামতে বললে তাঁরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে গুলিবর্ষণকারীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সনাক্তে তারা মাদক ব্যবসায়ী এবং রোহিঙ্গা বলে তথ্য পেয়েছে বিজিবি।
নিহতরা সঙগবদ্ধ ইয়াবা ব্যবসায়ী আলী হোসেন (৩১) ও ইয়াসিন (২৮)বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবং আহত ২ বিজিবি সদস্য কে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।