পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম সরফরাজের গাড়ির ধাক্কায় দুই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুরে জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, উপজেলার ইকড়ি ইউনিয়নের কামাল হাওলাদারের মেয়ে পারভীন (১০) ও এমাদুল চৌকিদারের মেয়ে ফাতিমা (৯)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় ইউএনও জিএম সরফরাজ বরিশাল যাচ্ছিলেন। এদিকে ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পিইসি পরীক্ষা শেষে পারভীন ও ফাতিমা অন্য মেয়েদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় তারা ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ইকড়ি সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মঠবাড়ীয়া ইউএনওর জিপ গাড়িটি তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. বেল্লাল হোসেন বলেন, ‘আহতদের মধ্যে শিক্ষার্থী পারভীনের অবস্থা আশঙ্কাজনক। তার নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছে।’
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইকরি খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ভাণ্ডারিয়া হাসপাতালে গিয়ে জানতে পারেন, তার ছাত্রীদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন তিনিও বরিশাল যান।
এ বিষয়ে জানতে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।